রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

সীতাকুণ্ডে অস্ত্রসহ তিন গরু চোর গ্রেপ্তার 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ডে অস্ত্রসহ তিন গরু চোর গ্রেপ্তার 

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড মডেল থানার পুলিশের অভিযানে অস্ত্রসহ তিন গরু চোরকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ অভিযান চালিয়েছে পুলিশ।  

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. কামাল উদ্দিন জানান, গরু বহনে ব্যবহূত একটি পিকাপ জব্দ করেছে। পিকাপে থাকা তিনটি গরু উদ্ধার করে চোরদের স্বীকারোক্তির ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া এলাকায় আর দুটি গরু অভিযান চালিয়ে উদ্ধার করেছে। উদ্ধারকৃত মোট গরু ৫টি। 

আসামিদের কাছ থেকে একটি পাইপ গান দুই রাউন্ড গুলি উদ্ধার করে। এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানায় তিনটি মামলা করেছে। দুটি পেনাল কোড ও একটি অস্ত্র আইনে। 

গ্রেপ্তাররা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আমির হোসেনের ছেলে মো. মুবিন উদ্দিন। ৩নং ওয়ার্ডের নবাব মিয়ার ছেলে মো. সোহেল ও পৌরসভার  ৪নং ওয়ার্ডের মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. আব্দুল শুক্কুর শুক্রবার (১৯ এপ্রিল) তাদের আদালতে প্রেরন করা হয়েছে।

টিএইচ